News List

গোবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে “2nd GSTU National Science Fest 2025: ℍ𝔸𝕃𝕆𝔾𝔼ℕ” অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (GSTU) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “2nd GSTU National Science Fest 2025: HALOGEN”, যার মূল প্রতিপাদ্য ছিল “Where Curiosity Meets Innovation”। অনুষ্ঠানটি আয়োজন করে GSTU Science Club।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর, ভাইস চ্যান্সেলর, GSTU। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রফেসর ড. মো. সোহেল হাসান, প্রো-ভাইস চ্যান্সেলর, GSTU এবং প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল আহসান, ট্রেজারার, GSTU।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে আমন্ত্রিত ছিলেন ড. মো. কামরুজ্জামান (ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং), ড. নিয়াজ আল হাসান (চেয়ারম্যান, ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগ), আহোনা আরেফিন (চেয়ারম্যান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং মাসনুন হুমায়রা মাইশা (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি বিভাগ)।
অতিথি হিসেবে ছিলেন ড. সালেহ আহমেদ (অ্যাসোসিয়েট প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), মো. সাহাবউদ্দিন সিহাব (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), মো. জিহান হাসান (লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং নিগার সুলতানা (লেকচারার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সায়েম উদ্দিন মুসা, সাধারণ সম্পাদক, গোবিপ্রবি বিজ্ঞান ক্লাব, এবং সভাপতিত্ব করেন মোঃ সাকিবুল আলম, সভাপতি, গোবিপ্রবি বিজ্ঞান ক্লাব।
সারা দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলাটি তিনটি সেগমেন্টে : স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুই দিনব্যাপী (২৪ ও ২৫ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়।
স্কুল সেগমেন্টে ছিল প্রজেক্ট শো, ড্রইং ও রুবিকস কিউব প্রতিযোগিতা। কলেজ সেগমেন্টে ছিল প্রজেক্ট শো, রুবিকস কিউব ও এআই প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় সেগমেন্টে শিক্ষার্থীরা অংশ নেয় পোস্টার প্রেজেন্টেশন, রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, সাইন্টিফিক কেস স্টাডি, জিনোমিক অলিম্পিয়াড, কেম কুইস্ট ও এআই প্রতিযোগিতায়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবসমূহ এবং বিশ্ববিদ্যালয় এম্বাসাডররা উৎসবে অংশ নেয় ও সহযোগিতা প্রদান করেন।

গোবিপ্রবি বিজ্ঞান ক্লাবের ঐতিহাসিক সাফল্য: ICCCAD এর “Youth Innovation Fund 2025” এ ৩ লক্ষ টাকার গবেষণা অনুদান অর্জন

গোবিপ্রবি বিজ্ঞান ক্লাবের ঐতিহাসিক সাফল্য: ICCCAD এর “Youth Innovation Fund 2025” এ ৩ লক্ষ টাকার গবেষণা অনুদান অর্জন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব। সুইডেন গভর্নমেন্ট-এর অর্থায়নে🇸🇪 ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান International Centre for Climate Change and Development (ICCCAD) আয়োজিত “Youth Innovation Fund 2025: Sponsoring Green Idea” প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গৌরব অর্জন করেছে।
প্রজেক্টটির নাম: Integrate Coastal Resilience Hub:Citizen Science for Climate adaptation and pollution Change management.
প্রজেক্ট সুপারভাইজার: ড. নিয়াজ আল হাসান সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, গোবিপ্রবি
প্রজেক্ট টিম সদস্যবৃন্দ: মুহাম্মদ নাহিদুল ইসলাম(সিভিল ইঞ্জিনিয়ারিং) আরিফুল ইসলাম(সিভিল ইঞ্জিনিয়ারিং) সাদমান বিন কাওসার(সিভিল ইঞ্জিনিয়ারিং) মোঃ সাকিবুল আলম (বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি) এস. এম. নিশান(ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স)

মিডিয়া ও সাইবার আইন নিয়ে বশেমুরবিপ্রবির আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমানের বই প্রকাশিত।

মিডিয়া, সাইবার অপরাধ ও আইন সংক্রান্ত বিষয়ে 'টেক্সটবুক অন মিডিয়া অ্যান্ড সাইবার ল' বই প্রকাশ পেয়েছে। বইটি লিখেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক ড. মো. রাজিউর রহমান। স্বনামধন্য বীকন পাবলিকেশন্স প্রকাশিত এ বইটি এ বছর বইমেলায় পাওয়া যাচ্ছে। এছাড়া rokomari.com সহ বাংলাদেশের সকল জেলাতেই পাওয়া যাচ্ছে।
প্রযুক্তির ছোঁয়ায় আজ বিশ্ব যেমন এসেছে আমাদের হাতের মুঠোয় ঠিক তেমনি করেই সাইবার স্পেসে কেউ আবার শিকার হচ্ছেন সাইবার অপরাধের। অপরাধের এই নতুন মাত্রায় নেটিজেনরা অত্যন্ত শঙ্কিত। বর্তমান বিশ্বে সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, প্রকৃতি ও ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করেছে।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে এধরনের অপরাধ। আর এ অপরাধের শিকার হচ্ছেন অগণিত মানুষ। উল্লেখ্য যে, প্রতিনিয়ত মানুষের সংস্কৃতি, জীবন-যাপনের ধরণ, মূল্যবোধ ও অপরাধ প্রবণতা ইত্যাদি পরিবর্তিত হচ্ছে। আর এসব পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিকে আশ্রয় করে সাইবার অপরাধ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এসব বিষয় নিয়েই লেখা হয়েছে 'টেক্সটবুক অন মিডিয়া অ্যান্ড সাইবার ল'।
লেখক রাজিউর রহমান বলেন, সাইবার ক্রাইম প্রতিরোধে বইটি নেটিজেন ও পাঠকদের সহায়ক হবে। বর্তমানে সাইবার ভিকটিমের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে তাই এ বিষয়ে আমাদের বিশেষ সর্তকতা অবলম্বন করা প্রয়োজন। এই বইটিতে সাইবার ও মিডিয়া সংক্রান্ত প্রচলিত প্রয়োজনীয় আইন, যাপিত জীবনের এ সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়াবলী অত্যন্ত সাবলীল ভাবে প্রতিফলিত হয়েছে। বইটি পাঠ করে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, আইটি প্রফেশনাল সহ সকলেই সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে আশাকরি সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে।
প্রসঙ্গত, 'টেক্সটবুক অন মিডিয়া অ্যান্ড সাইবার ল' ড. মো. রাজিউর রহমানের দ্বিতীয় বই। এর আগে ২০১৫ সালে লেখকের প্রথম বই 'প্রিন্সিপালস অব ইন্টারন্যাশনাল ট্রেড ল' প্রকাশিত হয়েছিল।

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বশেমুরবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের অংশহিসেবে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ এ. কিউ. এম. মাহবুব 22 অক্টোবর 2020 সকাল 11.30 ঘটিকায় বিশ্ববিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ বনজ ও সৌন্দর্য বর্ধনকারী প্রায় ৫০০ টি চারা রোপণ করা হবে।

বশেমুরবিপ্রবিতে জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল, জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, এবং ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে বাদ জোহর পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে ৩১জন হাফেজ কয়েক খতম কোরআন তেলয়াত করেন। বিকালে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা নিবেদন করেন। বাদ আসর কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া কেন্দ্রীয় মন্দিরেও বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যার পরে প্রশাসনিক ভবনের সামনে কেক কাটা, আতশবাজি, বেলুন ও ফানুস উড়ানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। Source: thedailycampus.com

বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) জাতির পিতার জন্মশতবার্ষিকী ক্ষণগণনা কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে। শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধনের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে (জয় বাংলা চত্বরে) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছা. হালিমা খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামস আরা খান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেকাইল ইসলাম, উপ রেজিস্ট্রার তহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া কিপার অফিসার মো. সাইফুল্লাহ রাজু, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জাতির পিতার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ইলেকট্রনিক ডিভাইস চালু করেন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে জাতির পিতা ও তাঁর পরিবারের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জাতির পিতার আদর্শ ধারণ করে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষাথী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। Source: thecampustoday.com

গোবিপ্রবি বিজ্ঞান ক্লাবের ঐতিহাসিক সাফল্য: ICCCAD-এর গবেষণা অনুদানে তিন লক্ষ টাকা অর্জন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)-এর কাছ থেকে ক্লাবটি পেয়েছে তিন লক্ষ টাকার গবেষণা অনুদান পেয়েছে। গবেষণার বিষয়বস্তু ছিলো “ Integrated Coastal Resilience Hub: Citizen science for climate change adaptation and pollution management”. এখানে স্থানীয় লোকজন এবং বিজ্ঞান ক্লাবের গবেষকদল মিলে সিটিজেন সায়েন্স ব্যবহারের মাধ্যমে উপকুলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্লাস্টিক দূষন মোকাবিলায় একত্রে কাজ করবে। সুন্দরবন অঞ্চলকে কয়েকটি ভাগে ভাগ করে হাব (ICRH) তৈরী করা হবে, সেখান থেকে নিয়মিত ডাটা সংগ্রহ করা হবে। এছাড়া সেন্সরের মাধ্যমে পানিতে প্লাস্টিকের পরিমান, টাইপ ইত্যাদি পরিমাপ করা হবে এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্থান গুলোতে বিজ্ঞান ক্লাবের উদ্দ্যেগে প্লাস্টিক বিন বসানো হবে।